ক্রীড়া

বিরাট ইস্যুতে আবারো মুখ খুললেন কপিল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কয়েকদিন আগেই বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার কথা বলে ক্রিকেট মহলে হৈচৈ ফেলে দিয়েছিলেন কপিল দেব। ক্রমাগত বিরাট কোহলির খারাপ পারফরম্যান্স দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি কপিল দেব। বিরাটের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি। সেই সময়ই কপিল দেবের মুখে শোনা গিয়েছিল বিরাট কোহলিকে বাদ দেওয়ার কথা। তিনি সেই সময় বলেছিলেন যে টেস্ট দল থেকে যদি রবিচন্দ্রন অশ্বিন বাদ যেতে পারেন, তবে টি টোয়েন্টি দল থেকে বিরাট কোহলি কেন বাদ যেতে পারেন না।

কপিল দেবের এই কথা শোনার পরই সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় ক্রিকেট মহলে হইচই পড়ে গিয়েছিল। গত বৃহস্পতিবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল । সেখানেই বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও কী কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তা অবশ্য জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এই পরিস্থিতিতেই ফের এবার মুখ খুলেছেন কপিল দেব। যদিও বিরাট কোহলিকে বসিয়ে দেওয়া হয়েছে তা মানতে তিনি নারাজ। তাঁর মতে য়ক কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা বলা হচ্ছে, তাকে সম্মান করাই উচিত্। এই প্রসঙ্গে কপিল দেব বলেছেন,” আমি কখনোই বলব না যে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারকে বসিয়ে দেওয়া উচিত্। তিনি সত্যিই একজন বড় ক্রিকেটার। যদি বলা হয়ে থাকে যে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে তাতে সম্মান জানানোই উচিত্।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।