বিনোদন

টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কপিল শর্মা অভিনীত জিগাটোর(ZWIGATO) ওয়ার্ল্ড প্রিমিয়ার

এনএফবি, বিনোদন ডেস্কঃ

কমেডিয়ান কপিল শর্মা অভিনীত জিগাটোর(ZWIGATO) ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ৪৭ তম টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ছবিটির লেখক এবং পরিচালক হলেন নন্দিতা দাস ৷ নতুন ডেলিবারি রাইডারের গল্পই হল এই ছবির মূল বিষয় বস্তু ৷

মহামারি পরবর্তী যুগে ভুবনেশ্বরের এক সাধারণ পরিবারের বিভিন্ন সমস্যার ওপর ভিত্তি করেই এই ছবির চিত্রনাট্য প্রস্তুত করা হয়েছে ৷ সাহানা গোস্বামী একজন গৃহবধূর চরিত্রে কপিল শর্মার স্ত্রীর ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন ৷

টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের বিষয়ে পরিচালক নন্দিতা দাস ভীষণ ভাবে উত্তেজিত ৷তিনি বলেন, “জিগাটো প্রদর্শনের জন্য পুরোপুরি প্রস্তুত ৷ এটি শুধু শহর কেন্দ্রীক গিগ ইকোনোমিকেই প্রমোট করবেনা আমাদের চারপাশের সবটাই এই ছবিতে চিত্রায়িত হবে ৷ ছবিটার প্রযোজক অ্যাপাল্স এনটারটেইনমেন্টের তরফ থেকে সমীর নায়ারের ভূমিকাও বিশেষ ভাবে উল্লেখযোগ্য ৷ টরেন্টোয় এর প্রিমিয়ার ঘিরে আমি বেশিই রোমাঞ্চিত ৷