ক্রীড়া

কপিলের রেকর্ড ভাঙা স্বপ্নের মত, রোহিতের প্রশংসা অশ্বিনের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে কপিল দেবের ৪৩৪ উইকেটের রেকর্ড ভেঙে ইতিহাস করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে এই তামিল স্পিনার। অশ্বিনের সামনে শুধু এখন অনিল কুম্বলে। ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি লেগ স্পিনার কুম্বলে ৬১৯টি টেস্ট উইকেট দখল করেছিলেন ।

কপিল দেবের নজির টপকে অশ্বিন জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়কের শিকার সংখ্যা স্পর্শ করবার কথা স্বপ্নেও ভাবেননি। বিসিসিআই’কে দেওয়া সাক্ষাৎকারে তারকা অফস্পিনার বলেন – “এটা স্বপ্নের মতো। এতোগুলি টেস্ট উইকেটশিকার করার কথা আমার বাকেট লিস্টেও ছিল না। কপিল পাজি’কে কৃতজ্ঞতা জানাই। ওনার কীর্তি টপকানোর শুভেচ্ছা স্বরুপ আমার বাড়িতে ফুলের তোড়া ও হাতে লেখা নোট পাঠিয়েছেন।” কিংবদন্তি কপিল দেবের পাশাপাশি ভারতীয় দলের অধিনায়কের প্রশংসা করেছেন অশ্বিন। তিনি জানান – ” রোহিত সাংবাদিক সম্মেলনে গিয়ে আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। ও কিন্তু সকালেও জানত না এই কীর্তির পর কীভাবে প্রতিক্রিয়া দেবে। ” সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার শেন ওয়ার্নের অকালপ্রয়াণ প্রসঙ্গে অশ্বিন বলেন – ” আমার কাছে শেন ওয়ার্ন স্পিন উৎকর্ষের প্রতিভূ ছিলেন। একটা সময় আক্ষরিক অর্থেই শেন ওয়ার্ন স্পিন বোলিংয়ের পোস্টার বয় হয়ে উঠেছিলেন।” রোহিতের ক্যাপ্টেন্সির প্রশংসা করে অশ্বিন আরও জানাচ্ছেন,”ও বুঝতে পারছিল জয়ন্ত যাদবকে দিয়ে কম বল করানো হচ্ছে। তাই বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছিল যাতে জয়ন্ত বেশি বল করতে পারে। এক দিক থেকে ক্রমাগত জোরে বোলারদের বোলিং করিয়ে যাচ্ছিল। এত কৌশলের মধ্যেও ও সব কিছু সহজ রাখতে চেয়েছিল। ইনিংস ডিক্লেয়ার করার আগে চেয়েছিল জাদেজা দুশো রান করুক। কিন্তু জাদেজা নিজেই ওকে ইনিংস ছেড়ে দিতে বলেন। এটাই একটা ভালো অধিনায়কের গুন। আর দলের জন্য ক্রিকেটারদের ভালোবাসা এখানেই বোঝা যায়। আমরা প্রতিটি দিন উন্নতি করবার প্রয়াস চালিয়ে যেতে চাই। মুখের হাসিটা ধরে রাখতে চাই। দলের সতীর্থদের মুখে হাসি ফোটাতে চাই। ওরা আমার এই মুহূর্তগুলিকে আরও বিশেষ করে তোলে। ” এছাড়া বর্তমান ভারতীয় দল নিয়ে অশ্বিন জানান,”আমরা গত কয়েক বছরে যা ক্রিকেট খেলেছি আমরাই সেরা দল। দলের সাপোর্ট স্টাফ থেকে ক্রিকেটার প্রত্যেকেই খুব সহায়তা করে একে ওপরকে।” আগামী শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত – শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে গোলাপি বলে।