দেশলেটেস্ট

রাজধানীতে পা-দিতেই মমতার দুয়ারে কেজরী

এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ

জাতীয় রাজনীতিতে বিরোধী নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে পা রাখতেই ফুলের তোড়া হাতে তাঁর সাথে দেখা করতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। জানালেন হাসি মুখে সংবর্ধনাও। শুক্রবার দিল্লি সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিকেলে দিল্লিতে নিজের সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে উঠতেই তার কিছুক্ষণ পর সেখানে হাজির হন আপ সুপ্রিমো অরবিন্দ। মমতার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন কেজরিওয়াল। বৈঠকে কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, বিরোধী জোটের সলতে পাকাতেই কেজরি মমতার দ্বারস্থ হয়েছেন। আসন্ন রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

এবারের রাজধানী সফরে তেমন কোনও ঘোষিত কর্মসূচি নেই বাংলার মুখ্যমন্ত্রীর। শনিবার ‘জয়েন্ট কনফারেন্স অফ চিফ মিনিস্টার্স অ্যাণ্ড চিফ জাস্টিসেস’-এ যোগ দেবেন তিনি। এবারে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
সদ্য পঞ্জাবে নির্বাচন জিতেছে আপ। সংসদে সাংসদ সংখ্যা বেড়েছে ঝাড়ুর দলের। রাষ্ট্রপতির নির্বাচন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এবার অংশগ্রহণ করতে পারবেই শুধু নয়, গুরুত্বপূর্ণ ভূমিকাও নিতে পারবে আপ। তাই মমতাও কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে চলার কথা ভাবতেই পারেন। তবে কংগ্রেসের সঙ্গে কথা হবে কি না তা স্পষ্ট নয়।
পাশপাশি বাংলার স্থানীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ভোট। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তেইশের পঞ্চায়েত নির্বাচনে লড়তে এখন থেকেই কোমর বাঁধছে আম আদমি পার্টি। জেলায় জেলায় ইতি-উতি পোস্টারও পড়ছে, আপ আসছে বলে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প কর্মতীর্থ নিয়ে তোপও দেগেছে পশ্চিমবঙ্গের আপের সংগঠন।
এখন দেখার, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মমতা-কেজরীওয়ালের এই সখ্যতা বাংলায় আপের সংগঠন বিস্তারে কোনও প্রভাব ফেলে কিনা।