সাকিবের বদলে জেসন রয়কে দলে নিল কেকেআর
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
সাকিব আল হাসানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে নিল ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়কে। এর আগে ২০১৭ ও ২০১৮ মরসুমে আইপিএলে খেলেছেন। ২০২১ মরসুমেও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা গিয়েছে রয়কে। সেই মরসুমে ৫ ম্যাচ খেলে ১৫২ রান করেছিলেন রয়। একটি অর্ধশতরানও ছিল তার মধ্যে। ৩২ বছরের এই ইংরেজ ওপেনার দেশের জার্সিতে ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৫২২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭.৬১। ২.৮ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানকে ঘরে তুলল কেকেআর। জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন। কেন একজন অলরাউন্ডারের জায়গায় একজন ওপেনার নেওয়া হল উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে ইডেনে নামবে নাইটরা। যদিও প্রথম ২ ম্যাচে নাইট জার্সিতে নামার সম্ভবনা বেশ কম জেসনের।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।