আইপিএল-এ শ্রেয়সহীন নাইট, খেলতে পারবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে মাঠে নামতে পারবেন না শ্রেয়স আইয়ার। একইসঙ্গে শ্রেয়সকে পাওয়া যাবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও। অপারেশন করাবেন ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটার।

প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও আইপিএল খেলে রিহ্যাব করে চোট সারাতে চেয়েছিলেন। সে ক্ষেত্রে আইপিএলের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে ফিরতে পারতেন। আর সেই লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগও দিয়েছিলেন। কিন্তু বোর্ডের চিকিৎসকদের পরামর্শই শেষ পর্যন্ত মানতে হল তাঁকে। কবে শ্রেয়সের অস্ত্রোপচার করানো হবে, কোন দেশে হবে অপারেশন, তা এখনও জানানো হয়নি। শ্রেয়স বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন বলে খবর। বুমরাহর মতো নিউজিল্যান্ডে পাঠানো হতে পারে তাঁকে, এমনও খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন শ্রেয়স আইয়ার কিন্তু এই সিরিজ চলাকালীন তিনি কোমরের কাছে মারাত্মক যন্ত্রণা অনুভব করেন। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান।

আইপিএলে শ্রেয়সের জায়গায় নতুন নাইট অধিনায়ক হয়েছেন নীতিশ রানা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।