ক্রীড়া

বাংলা থেকে ক্রিকেটার না নিলেও বাংলাদেশি সাকিব আর লিটনকে নিলো নাইটরা

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

ফের কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশ অল রাউন্ডার সাকিব আল হাসান।অনেকক্ষণ অবিক্রিত থাকার পরে ১.৫ কোটি টাকায় তুলে নিল কেকেআর। বলা ভালো ঘর ওয়াপসি হল সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এখনও অবধি মোট ৭১টি আইপিএলের ম্যাচে খেলে ৭৯৩ রান করেছেন। পাশাপাশি তিনি তুলে নিয়েছেন ৬৩টি এছাড়া বাংলাদেশের ওপেনার লিটন দাসকে নিলো নাইটরা।

বর্তমানে বাংলাদেশের ওডিআই ও টি-২০ ক্রিকেটের অধিনায়ক লিটন । তাঁকে ন্যূনতম ৫০ লাখ টাকায় দলে নিয়েছে কেকেআর। তাঁকে নিয়ে কোনও ফ্র্য়াঞ্চাইজি চেষ্টা করেনি। ফলে কেকেআর প্রায় বিনা লড়াইয়ে লিটনকে দলে পেয়ে যায়। ফলে কেকেআর-এর ব্যাটারদের সমস্যা মিটল বলে মনে করা হচ্ছে।

তবে এতকিছুর পরেও বাংলা থেকে নাইটরা ক্রিকেটার ফের একবার নেয়নি। কেন বারবার বাঙালি ক্রিকেটাররা বঞ্চিত তার উত্তর নেই কারোর কাছে।

কেকেআরের আইপিএল নিলামে কেনা প্লেয়ার

সাকিব আল হাসান: ১ কোটি ৫০ লক্ষ
ডেভিড উইসা: ১ কোটি
নারায়ণ জাগদিসান: ৯০ লাখ
বৈভব অরোরা : ৬০ লাখ
লিটন দাস : ৫০ লাখ
মন্দিপ সিং : ৫০ লাখ
সুইয়াস শর্মা : ২০ লাখ
কুলওয়ান্ত খেজরলিয়া: ২০ লাখ