ক্রীড়া

এশিয়া কাপে নামার আগে ধোনিকে স্মরণ কোহলির

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ধোনির সঙ্গে নিজের ছবি টুইট করে লেখেন, ‘৭+১৮, আমার কাছে এই জুটি সবসময় স্পেশাল।’ ৭ ভারতের অন্যতম সেরা অধিনায়কের জার্সি নম্বর। আর ১৮ কোহলির জার্সি নম্বর। এশিয়া কাপ শুরু হওয়ার দু’দিন আগে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। ২০০৮ সাল থেকে সাত বছর ক্যাপ্টেন কুলের নেতৃত্বে খেলেছেন কোহলি। ২০১৪ সালে অধিনায়কত্বে ছাড়েন ধোনি। নিজের ১৪ বছরের ক্রিকেটজীবনে সেই সময়কেই সেরা বাছলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। ধোনির সঙ্গে নিজের ছবি টুইট করে কোহলি লেখেন, ‘এই মানুষটির সহকারী হিসেবে কাজ করা আমার ক্রিকেটজীবনের সবচেয়ে উপভোগ্য সময়। আমার কেরিয়ারের সবথেকে আনন্দের মুহূর্ত এটাই। আমাদের পার্টনারশিপ চিরকাল আমার কাছে স্পেশাল থাকবে। ৭+১৮।’ শেষে একটি হৃদয় চিহ্নের ইমোজি পোস্ট করেন বিরাট। আর ৪৮ ঘণ্টা পরই ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপের যাত্রা শুরু করবে রোহিত অ্যান্ড কোম্পানি। তার আগে নেতা ধোনিকে মিস করছেন কোহলি। বেশ কিছুদিন ধরে ব্যাটে রান নেই। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে অনুশীলন করেন বিরাট। এই টুর্নামেন্টকে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় দল। এশিয়া কাপে কোহলির ব্যাট থেকে রান দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা। দলের অন্যতম সেরা ক্রিকেটারের ছন্দে ফেরার অপেক্ষায় আপামর দেশবাসী।