ক্রীড়া

কোহলির রেকর্ড হল কিন্তু ভারতীয় ব্যাটিং চলল না

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কেপটাউনে নিজের মেয়ে ও কোচ রাহুল দ্রাবিড়ের জন্মদিনে ফর্ম ফিরে পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় বিরাট চলে এলেন দুই নম্বরে। দ্রাবিড়কে তার জন্মদিনেই ছাপিয়ে দুয়ে আসার জন্য কোহলির প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। এদিন অনায়াসে তা করে ফেললেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ১৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১৬১ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচটি শতরানও করেন কিংবদন্তি। সচিনের পরেই রয়েছেন কোহলি (৭ ম্যাচে ৬৫১ রান ও ২টি সেঞ্চুরি, এই পরিসংখ্যান প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। তিনে ‘দ্য ওয়াল’ দ্রাবিড়। ১১ ম্যাচে ৬২৪ রান করেছেন তিনি। যদিও রেকর্ড করলেও ফের শতরান হাতছাড়া করলেন বিরাট। ফের শতরান হাতছাড়া, রাবাডার বলে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন কোহলি। ৭৯ রানে শেষ হল তাঁর ইনিংস। কোহলি ছাড়া পুরো ভারতীয় ব্যাটিং লাইন ব্যর্থ। আবারও হতাশ করলেন চেতেশ্বর পূজারা ও আজিঙ্ক রাহানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২২৩ রানে।