ক্রীড়া

শুরু হচ্ছে কলকাতা স্কুল ফুটবল লিগ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

স্পোর্টস কানেক্টের উদ্যোগে ৩২টি স্কুলের ফুটবল দলকে নিয়ে ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে কলকাতা স্কুল ফুটবল লিগের তৃতীয় সংস্করণ। চলবে ১২ আগস্ট পর্যন্ত। এই ৩২টি দলের জন্য ৮ জন স্বনামধন্য ভারতীয় দলের প্রাক্তন ফুটবলারকে মেন্টর হিসেবে রাখা হয়েছে। প্রতি মেন্টরের তত্ত্বাবদানে থাকবে ৪টি করে স্কুলের দল। এই ৮ মেন্টরের মধ্যে রয়েছেন কৃষনেন্দু রায়, অমিত ভদ্র, তরুণ দে, অলোক মুখার্জি, মিহির বোস, বিকাশ পাঁজি, অচিন্ত বেলেল ও রহিম নবি। এছাড়াও এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ভবানিপুর ক্লাবের সভাপতি সৃঞ্জয় বসু এবং ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সুব্রত পাল প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে প্রকাশিত হল কলকাতা স্কুল ফুটবল লিগের লোগো এবং প্রত্যেকটি দলের জার্সি।