স্টিফেন বিদায়ের দিনেই কুয়াদ্রাতকে কোচ করল ইস্টবেঙ্গল

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

তোমার হল শুরু আমার হলো সারা।’ সার্জিও লোবেরার জন্য অপেক্ষা না করে স্টিফেন কনস্টানটাইনকে অফিসিয়ালভাবে বিদায়ের দিনেই নতুন কোচ খুঁজে ফেলল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসিকে আইএসএল জেতানো কালের্স কুয়াদ্রাতকে নতুন হেড স্যার করল লাল হলুদ ব্রিগেড। ২০১৬ সাল থেকে সুনীল ছেত্রীদের সহকারী কোচ ছিলেন। এরপর ২০১৮ সালে হেড কোচ হন।২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি আইএসএল চ্যাম্পিয়ন হওয়া নয়, লিগ শিল্ডও জিতেছিল তার কোচিংয়ে বেঙ্গালুরু। এখানেই শেষ নয়, ২০১৮-১৯ মরশুমে আবারও প্লে অফে পৌঁছে যায় বেঙ্গালুরু। ২০১৯-২০ মরশুমে তৃতীয়বার প্লে অফে যায় বেঙ্গালুরু। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখেছিল কুয়াদ্রাতের বেঙ্গালুরু। সার্জিও লোবেরা একপ্রকার ঝুলিয়ে রেখেছিলেন সেই কারণে দেরি না করেই নতুন কোচ বেছে নিল শতবর্ষ প্রাচীন ক্লাব। এদিন ইমামি ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেন, আশা করছি কুয়াদ্রাতের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। ভারতীয় ফুটবলে তার রেকর্ড অসাধারণ। সেই দিকেই আমরা উনাকে নিয়োগ করলাম। স্টিফেন কনস্টানটাইনকে ধন্যবাদ উনার সার্ভিসের জন্য।’

কুয়াদ্রাত লাল হলুদের হেড স্যার হয়ে জানান, আমি খুব গর্বিত ইস্টবেঙ্গলের মতো ক্লাবের সঙ্গে আগামী ২ বছর থাকতে পারবো ভেবে। এই ক্লাবের ভারতীয় ফুটবলের একটা ইতিহাস আছে। ক্লাবকে ট্রফি দেওয়াই লক্ষ আমার। আমি ভারতে আসতে মুখিয়ে। এখানে অনেক ভালো সময় কাটিয়েছি। আশা করছি সমর্থকরা লাল হলুদ সমর্থনে ভরিয়ে দেবে।’ গত ৩ বছর ইস্টবেঙ্গল দলগঠন দেরিতে করায় ফলাফল ভালো করেনি। এবার কেমন পারফরমেন্স করে সেইদিকেই নজর সকলের।