জাতীয়

লখিমপুর খেরির হিংসা কান্ড দুর্ঘটনা নয়, পূর্বপরিকল্পিতঃ সিট রিপোর্ট

এনএফবি, নিউজ ডেস্কঃ

চলতি বছরের অক্টোবরে ঘটে যাওয়া উত্তর প্রদেশের লখিমপুর খেরির হিংসা কাণ্ড কোন দুর্ঘটনা নয়, তা পূর্বপরিকল্পিত মঙ্গলবার সিট (Special Investigation Team)-এর প্রকাশিত রিপোর্টে তা প্রকাশ্যে এল। ঘটনার প্রায় তিন মাস পর তদন্তকারী অফিসার বিদ্যারাম দিবাকরের রিপোর্ট আজ প্রকাশিত হল। ১৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭,৩৪,৩২৬ এর মতো একাধিক ধারায় মামলা রজু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর প্রদেশের লখিমপুরে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। ৩ অক্টোবর কৃষকদের সেই বিক্ষোভের উপর দিয়ে এসইউভি গাড়ি চলে যায়। মৃত্যু হয় ৪ কৃষকের। ঘটনার পরে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। একজন স্থানীয় সাংবাদিক-সহ মোট ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে এই হিংসা কাণ্ডে।

ঘটনায় নাম উঠে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রের। সুপ্রিমকোর্টের নির্দেশে আশীষকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সমগ্র ঘটনায় যোগীর নীরবতা পূর্বেই প্রশ্ন তুলেছিল। গত মাসেই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির ফরেনসিক রিপোর্ট সামনে এসেছিল। তাতে দেখা গিয়েছিল ঘটনার দিন লাইসেন্সড বন্দুক থেকেই গুলি চলেছিল। প্রাথমিক ভাবে মন্ত্রী-পুত্র গুলি চালানোর কথা অস্বীকার করলেও রিপোর্ট বলছিল উল্টো কথা।

সিটের রিপোর্ট প্রকাশের পরেই রাহুল গান্ধী বলেন, “মোদীজির আবার ক্ষমা চাওয়ার সময় এসেছে, তবে তার আগে অভিযুক্তর বাবাকে মন্ত্রী পদ থেকে সরান।”

ধৃত অভিযুক্তরা