স্থানীয়

জমি ফেরতের দাবিতে আন্দোলন ল‍্যান্ডলুজার‌দের

এনএফবি, জলপাইগুড়িঃ

জমি ফেরত চেয়ে এবার জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন করল ল‍্যান্ডলুজার‌রা। সোমবার জলপাইগুড়িতে একটি বিক্ষোভ মিছিল করে ল‍্যান্ডলুজার কমিটির সদস্য‌রা।

ল‍্যান্ডলুজারদের দাবি, অবিলম্বে সকলকে চাকরি দেওয়া হোক। তা না হলে ল‍্যান্ডলুজার‌দের সমস্ত জমি ফিরিয়ে দেওয়া হোক। এই দাবি নিয়ে এদিন জোরদার আন্দোলন শুরু করে জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সদস্যরা। ব‍্যানার প্ল‍্যাকার্ড হাতে জলপাইগুড়ি শহরে রাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে শ্লোগান তোলে তারা। বিক্ষোভে সামিল হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ল‍্যান্ডলুজার সদস্য।
আন্দোলন‌কারীদের নেতা নজরুল রহমান বলেন, “চাকরি না দেওয়া হলে আমাদের জমি ফেরত দেওয়া হোক। তা না হলে অনির্দিষ্ট কাল ধরে চলবে এই বিক্ষোভ আন্দোলন।” অভিযোগ, রাজনৈতিক নেতা থেকে সরকারি আধিকারিকরা ল্যান্ডলুজারদের দীর্ঘদিন ধরে শুধু বঞ্চনা আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না। মিছিল করে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে এসে অবস্থান আন্দোলন শুরু করেন তারা।

YouTube player