জেলা

শিশু সুরক্ষা দিবসে সচেতনতা বৃদ্ধির জন্য ট্যাবলোর সূচনা

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার শিশু সুরক্ষা দিবস,আর এই দিনে শিশু সুরক্ষা দিবস উদযাপন করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলায় বাল্যবিবাহ, শিশু পাচার ও শিশুশ্রম রোধ করা এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এই লক্ষ্যে, জেলার প্রতিটি থানা এলাকাতেই আজ থেকে প্রচার কর্মসূচি শুরু হয়েছে।

এদিন, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, শিশু সুরক্ষা সম্পর্কিত একটি ট্যাবলোর সূচনা করে এই কর্মসূচি শুরু করেছেন। তিনি জানান, শিশুদের অধিকার এবং সুরক্ষার সম্পর্কে সচেতন করতেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।