ক্রীড়া

নারী নির্যাতনে দোষী লিয়েন্ডার পেজ, জানাল আদালত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বান্ধবীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আগেও বেশ কয়েকজন ক্রীড়াবিদ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম তুললেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ

২০১৪ য় অভিনেত্রী রেহা পিল্লাই শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন লিয়েন্ডার পেজের উপর। যার জেরে বারবার কোর্টের দ্বারস্থ হতে হয়েছে এই ভারতীয় টেনিস তারকাকে। বুধবার মুম্বই’র মেন্ট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। পাশাপাশি কোর্টের তরফে এও জানানো হয়েছে, নারী নির্যাতনমূলক একাধিক ক্রিয়াকলাপে তিনি যুক্ত। লিয়ান্ডারের বান্ধবী আদালতের কাছে আবেদন করেছিলেন তাঁকে যাবতীয় নিরাপত্তা দেওয়ার জন্য। সেই পথেই হেঁটেছে মুম্বই’র এই আদালত। দীর্ঘ আট বছর ধরে সহবাস করছেন লিয়েন্ডার এবং রেহা। তা সত্ত্বেও রেহা’কে বিবাহ করতে নারাজ তিনি। এই প্রসঙ্গে আদালতের নির্দেশ, দুজনে এক সঙ্গে থাকতে না চাইলে রেহা’র ভরনপোসনের দায়িত্ব নিতে হবে লিয়েন্ডার’কে। তাই প্রতি মাসে রেহার খরচ বাবদ ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করতে হবে। উল্লেখ্য দেশের এখনও পর্যন্ত ৫৪টি ট্রফি জিতেছেন লিয়েন্ডার। গত বছর টেনিস থেকে অবসর নিয়েছেন তিনি।