এনএফবি, শিলিগুড়িঃ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম।
এদিন মিছিল করে এসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিআইএমের নেতাকর্মীরা। একদিকে পুলিশের বাধা অন্যদিকে সিপিআইএমের বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা যায়। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক সুমন পাঠক, সিটু সভাপতি গৌতম ঘোষ, তাপস সরকার সহ অন্যান্যরা।
এই বিষয়ে সিটু সভাপতি গৌতম ঘোষ বলেন যে, “অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। দ্রুত পদত্যাগ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দলনে নামবো।”