চা বাগানে চিতাবাঘ, চাঞ্চল্য

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির ফুলবাড়ী চা বাগানে চিতাবাঘ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে যে, সোমবার রাতে স্থানীয়রা চিতাবাঘটিকে বাগানের মধ্যে দেখতে পান। এর পরেই গোটা এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়রা খবর দেয় বনদপ্তরকে। তবে এই খবর পেয়ে বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চা বাগান থেকে পালিয়ে যায় বাঘটি। যদিও গোটা এলাকায় আতঙ্কে রয়েছে বাগানের শ্রমিকরা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।