আন্তর্জাতিকক্রীড়াফিচার

আইপিএল ছেড়ে আমাদের ক্রিকেটাররা শ্রীলঙ্কার পাশে পাশে থাকুকঃ রণতুঙ্গা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দেউলিয়া ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। আর এই পরিস্থিতিতে আইপিএলে অংশগ্রহণকারী শ্রীলঙ্কার ক্রিকেটারদের কাছে, অর্থনৈতিক সঙ্কটে থাকা দেশের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন সেই শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান মন্ত্রী অর্জুন রণতুঙ্গা। আইপিএলে লঙ্কা ক্রিকেটার হিসেবে ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাক্ষে, দুষ্মন্ত চামিরা, করুণারত্নের আছেন। করোনার পরেই বিধ্বস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি।

একটি ভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন রণতুঙ্গা বলেন, ”আমি জানি না, কিন্তু এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা আইপিএলের বিলাসবহুল দুনিয়ায় মজে রয়েছেন। নিজেদের দেশের বিষয়ে কথাই বলছেন না। দুর্ভাগ্যজনক ভাবে মানুষ সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে। এই ক্রিকেটাররাও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অধীনে রয়েছে। ক্রীড়ামন্ত্রকের অধীনে বোর্ড কাজ করে, ফলে ক্রিকেটাররা নিজেদের চাকরি বাঁচাতে মুখ বন্ধ রেখেছেন। তবে তাদেরকে এগিয়ে আসতে হবে। কয়েকজন তরুণ ক্রিকেটার ইতিমধ্যেই মুখ খুলেছেন।”