ক্রীড়া

আগে সই করুক তারপর তো খেলবে বলছেন দেবাশিস

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কলকাতা লিগে আদৌ মাঠে নামবে দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল! মোহনবাগান প্রথমে বারণ করেছিল আইএফএ থেকে বকেয়া না পেলে লিগে নামবে না। অন্যদিকে ইস্টবেঙ্গলের এখনও ইনভেস্টরের চুক্তিপত্রতে সই করে উঠতে পারেনি। এবার এই ইস্যুতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আক্রমণ করলেন ইস্টবেঙ্গলকে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন,” আগে জিজ্ঞাসা করা উচিত ইস্টবেঙ্গল খেলবে কিনা লিগে! ওরা না খেললে আমরা খেলে কী করবো! আমার তো টিম তৈরী। আগে তো ওরা চুক্তিপত্রে সই করুক টিম করুক তারপর তো খেলবে। ” এরপরে দেবাশিস আরও বলেন,” ওদের ক্লাবের সচিব কে কোনো জায়গায় দেখি না (বর্তমান ক্লাব সচিব কল্যাণ মজুমদার )। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে নেই। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বৈঠকে নেই। জানি না ওদের সচিব কি অ্যাকটিভ নয়? না সচিব হীন ক্লাব ! সত্যিই জানি না।” এর পাল্টা দিলেন ক্লাবের বর্তমান সহ সচিব রূপক সাহা। তিনি জানালেন,” মায়ের চেয়ে মাসির দরদ যদি বেশি হয় সেটা সবসময় ভালো হয় না, কিছু সময় খারাপ ও হতে পারে। যখন উনি (দেবাশিস দত্ত )সচিব ছিলেন না তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে উনাকে দেখা যেত, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে উনাকেই দেখা যেত। আমি জানি না তখন কী ভাবতেন আর এখন কী ভাবছেন! আর ইস্টবেঙ্গল নিয়ে কথা বললে সবসময় প্রচারে থাকা যায় এটা একটা অন্যতম কারণ উনার এই কথা বলার।”

এটিকে রিমুভ বাগান প্রসঙ্গতে সভাপতি টুটু বসু অভিযোগ করেন যে ইস্টবেঙ্গলের প্ররোচনায় এটিকে রিমুভ চলছে। তার পাল্টা দিয়ে লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান,” মোহনবাগান নির্বাচনের সময় শুনেছিলাম টুটু বাবুর শরীর ভালো নয় এখনও মনে হয় উনার শরীর ভালো নয় তাই এমন কথা বলছেন।”