জেলা

[:en]অভিষেকের আহ্বানে সাড়া দিয়ে চিঠি লেখার শুরু[:]

[:en]

এনএফবি, পশ্চিম মেদিনীপুর

গতকাল অর্থাৎ শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এক কোটি চিঠি পাঠাবেন দিল্লিতে। আর এই বার্তার পর রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ১৩নং গ্রাম পঞ্চায়েতের খালিনা বুথে তৃণমূল কর্মী সমর্থকরা ১০০দিনের জব কার্ড হোল্ডারদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারপর একে একে চিঠি লেখেন এবং সেই চিঠি খামের মধ্যে ভর্তি করে দেন।

এই চিঠিগুলি নারায়ণগড় ব্লকে পাঠানো হবে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।

এই কর্মসূচি নিয়ে স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত ধল বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আর সেই ঘোষণা মতো আজকে জব কার্ড হোল্ডার যারা একশো দিনের কাজ করেছেন সমস্ত দলকে আহ্বান করছি তারা যেন আমাদের এখানে এসে চিঠি লিখে কেন্দ্রের কাছে পাঠান।

[:]