ফিচাররাজ্য

বালুরঘাট হিলি রেল প্রকল্পে আশার আলো

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অবশেষে লাল ফিতে ফাঁস কাটিয়ে বাস্তবের রূপ পেতে চলেছে বালুরঘাট হিলি রেল প্রকল্প। দীর্ঘদিন ধরে জট থাকার পর জট কাটিয়ে এবার এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করতে চলেছে জেলা প্রশাসন।

বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তার প্রচেষ্টায় এই প্রকল্প তৈরীর উদ্যোগ নেয় কেন্দ্র। রেলের জন্য জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হয় বেশ কিছু জায়গায় রেলের জন্য ব্রিজের কাজও শুরু হয়ে যায়। তারপরেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর এই প্রকল্প বিশবাঁও জলে চলে যায়।

বিজিন কৃষ্ণ, জেলা শাসক। নিজস্ব চিত্র

ইউপিএ হোক কিংবা এনডিএ উভয় সরকারই এই রেল প্রকল্প তৈরি করবার ক্ষেত্রে গড়িমসি করতে থাকে। অবশেষে হাইকোর্টের নির্দেশে রেল দফতর তৎপর হয় এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে। সেই মতো রেলের অনুরোধে রাজ্য সরকারের পক্ষে জেলা প্রশাসন এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে চলেছে খুব শীঘ্রই।

প্রায় ৩৮৬ একর জমি অধিগ্রহণ করা হবে। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হওয়ায় আশার আলো দেখতে শুরু করেছে জেলাবাসী।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।