ওড়িশার কোচ হলেন লোবেরা
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
অবশেষে পড়লো সরকারি শিলমোহর। ওড়িশা এফসির নতুন কোচ নিযুক্ত হলেন সার্জিও লোবেরা।
আইএসএল জয়ী কোচকে ইস্টবেঙ্গল আনতে চেয়েছিল প্রথমে। কিন্তু চিনের ক্লাব প্রথমে অনুমতি দেয়নি। আর পরে লোবেরা জানান যে তিনি চ্যাম্পিয়ন ভিত্তিক কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান। এরপরে লোবেরাকে সরিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে আসে ইস্টবেঙ্গল। এর আগে ভারতীয় ফুটবলে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সেই দলেই এসেছে সাফল্য এনছেন লোবেরা। এফসি গোয়া ও মুম্বই সিটির হয়ে যথাক্রমে ২০১৯-২০ ও ২০২০-২১ মরসুমে লিগ শিল্ড জিতেছিলেন লোবেরা। মুম্বই সিটিকে ওই মরসুমেই আইএসএল চ্যাম্পিয়নও করার তিনি। এছাড়া এফসি গোয়ার হয়ে ২০১৯ সালে সুপার কাপ জেতার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। গত সুপার কাপে চ্যাম্পিয়ন সুনি কলিঙ্গ ব্রিগেড। এখন দেখার সার্জিওর হাত ধরে আইএসএলে কী সাফল্য পায় ওড়িশা।