জেলা

ঐতিহ্যবাহী শিবদিঘি সংস্কারের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

এনএফবি, কোচবিহারঃ

রাজ আমলের ঐতিহ্যবাহী শিবদিঘি নোংরা আবর্জনা ও কচুরিপানায় ভরে গিয়েছে। সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসী। এদিন কোচবিহার পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহার নেতৃত্বে শিবিদিঘির সামনে এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভ দেখায় তারা।

তাদের দাবি, শিবদিঘি রাজ আমলের, তা নোংরা আবর্জনা ও কচুরিপানায় ভরে গিয়েছে। এই ঐতিহ্যবাহী দিঘি নোংরা আবর্জনায় পরে থাকতে দেখে স্থানীয় কাউন্সিলার ও বাসিন্দারা ফিশারি দফতর ও সদর মহাকুমা শাসকের দফতরে জানিয়েছেন যে ওই পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু মাসের পর মাস যাচ্ছে তবুও ফিশারি দফতর এবং সদর মহকুমা শাসকের দফতর থেকে কোন সাড়া পাইনি বলে দাবি তাদের।

স্থানীয় কাউন্সিলর শুভ্রাংশু সাহা জানিয়েছেন, আগামী দিনে যদি এই পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।