এনএফবি, মুর্শিদাবাদঃ
নদীপাড় থেকে দেদার মাটি কাটার কাজ চলছে। সেই মাটি যাচ্ছে স্থানীয় বিভিন্ন ইটভাটায়। গত কয়েক দিন থেকে হরিহরপাড়ার স্বরুপপুর এলাকায় ভৈরব নদীর পাড় থেকে মাটি যাচ্ছিল এলাকার এক ইটভাটায়। অবৈধভাবে মাটি কাটায় গ্রামের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন ইটভাটা মালিকের কর্মীরা।
মাটি কাটার যন্ত্র ফেলে আট-দশটি ট্র্যাক্টর নিয়ে পালিয়ে যায় ইটভাটা মালিকের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। মাটি কাটার যন্ত্রটি ও চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।