স্থানীয়

হিলিতে বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ লরি চালকরা , প্রশাসনের তরফে সমাধানের আশ্বাস

এনএফবি, হিলিঃ

হিলি এক্সপোর্ট এসোসিয়েশন থেকে হিলি চেকপোস্ট পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা বহু দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৷ যার কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকদের ৷ লরি চালকদের অভিযোগ উন্নয়নের স্বার্থে হিলি ব্লকে গাড়ি প্রতি ৬০টাকা করে টোল দেওয়া হলেও এই ভাবেই দিনের পর দিন ভাঙা রাস্তার ওপর দিয়েই চলাচল করতে হয় তাদের ৷ এমনকি বহু দুর্ঘটনার সাম্মুখীন ও হতে হয় তাদের,রবিবার ওই এলাকায় পৌঁছতেই লরি চালকরা ক্ষোভ উগরে দেয় এই বিষয়ে ৷

বেহাল রাস্তা প্রসঙ্গে হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভঙ্কর মাহাতো দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেন ৷

নিজস্ব চিত্র