এনএফবি,দক্ষিণ দিনাজপুর
তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা, তৃণমূল সমর্থক এলপিজি অটোচালকদের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা করছে। তোলা না দেওয়ায় সম্পূর্ণভাবে গাড়ি চালাতে বাধা দান করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আর সেই অভিযোগেই সোমবার বালুরঘাটে আরটিও অফিসে বিক্ষোভ দেখালো ক্ষতিগ্রস্ত এলপিজি অটো চালকরা। অভিযোগ, বংশীহারী থেকে মহিপাল পর্যন্ত রুট পারমিট থাকা সত্ত্বেও কিছু অটো তাদের চালাতে দিচ্ছে না এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় এক তৃণমূল নেতা। ১৮ কিলোমিটারের পারমিট থাকলেও ওই এলপিজি অটোচালকদের মাত্র ১০ কিলোমিটার অটো চালাতে দেওয়া হচ্ছে। বাদবাকি অংশে অটো চালানোর জন্য তোলা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। আজ বালুরঘাট আরটিও অফিসে বংশীহারী থেকে মহিপাল পর্যন্ত চলাচলকারী এলপিজি অটো চালকরা এই বিষয়ে বিক্ষোভ দেখায়। ক্ষতিগ্রস্ত অটোচালকদের বক্তব্য, তাদের সমস্যার সমাধান না হলে তারা আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন।
পাশাপাশি গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন রায় অভিযোগ করেন, তোলা চাওয়া তৃণমূল কংগ্রেসের একটি রোগে পরিণত হয়েছে। অবিলম্বে জেলা প্রশাসন ও আরটিওকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে বিজেপি বিধায়ক মত প্রকাশ করেন। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর সুভাস চাকি কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই বিষয়ে স্থানীয় স্তরে তারা খোঁজ নিয়ে বিষয়টিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন।