জেলাফিচার

আজ থেকে মাধ্যমিক, মুর্শিদাবাদে মোট পরীক্ষার্থী ৯৬ হাজার ৩১৭

এনএফবি,মুর্শিদাবাদঃ

অবশেষে দুবছর পর শুরু হল মাধ্যমিক পরীক্ষা । এদিন বেলা ১০ টা ৩০ মিনিট থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে।

এদিন পরিক্ষার্থীদের শুধুমাত্র অ্যাডমিড কার্ড, পেন, বক্স আর বোর্ড ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বছর মুর্শিদাবাদ জেলায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ৩১৭ জন। এবার ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। জেলায় ৫৮ হাজার ৫৬ জন মেয়ে পরীক্ষায় বসছে। ছেলেদের সংখ্যা ৩৮ হাজার ২১৬ জন। জেলায় মোট ২৯৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। করোনা পরবর্তী সময়ে এই প্রথম মাধ্যমিক পরীক্ষা ঘিরে জেলাজুড়ে তৎপরতা তুঙ্গে। পরীক্ষার্থী ও অভিভাবকরা বলেন, গতবছর তো পরীক্ষা হয়নি। এবার বিধি মেনে পরীক্ষা হচ্ছে, এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

নিজস্ব চিত্র