ক্রীড়া

সান্ত্বনার মিনি ডার্বি ড্র ইস্টবেঙ্গলের, পরপর দু’ বার কলকাতা লিগ ঘরে তুলল মহামেডান

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

কলকাতা লিগে জয়ের খাতা খুলল না ইস্টবেঙ্গলের। আইএসলের ডার্বিতে হারার মঙ্গলবার কিশোর ভারতীতে কলকাতা লিগের মিনি ডার্বিতে মহামেডানের বিরুদ্ধে ১ গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ের ভুলে ম্যাচ মাঠেই ফেলে রেখে এল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমদিকে আক্রমণ নির্ভর ফুটবলই খেলে লাল হলুদ ব্রিগেড। কোচিং করান বিনো জর্জ। আর গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন দলের হেড কোচ স্টিফেন কনস্টানটাইন। প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৪ মিনিটে জেসিন টিকের পাসে সুন্দর গোল করে যান লাল হলুদের বিবেক সিং। ১-০ গোলে পিছিয়ে পড়েও আস্থা হারায়নি সাদা কালো ব্রিগেড। তারা ক্রমশ লাল হলুদ বক্সে আক্রমণ করতে থাকেন কিন্তু গোলের মুখ খোলেনি। ইস্টবেঙ্গলও গোলের কয়েকটি সহজ সুযোগ মিস করে।

প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে যেন কেমন যেন ডিফেন্স নির্ভর ফুটবলে হাঁটেন লাল হলুদ কোচ বিনো জর্জ। মাত্র ১ গোলে এগিয়ে থেকেও দলের এমন ডিফেন্স নির্ভর নীতি নিয়ে হতাশ মাঠে হাজির ইস্টবেঙ্গল সমর্থকেরা। কোনো আক্রমণই তারা গড়ে তুলতে পারেনি। ওপরদিকে মার্কোসরা ক্রমশ আক্রমণ করে যায় ইস্টবেঙ্গল বক্সে। তার ফলও পাওয়া গেল দ্বিতীয়ার্ধে শেষের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল ডিফেন্সকে ছিন্ন করে তাঁদের বক্সে গিয়ে মার্কোসের পাসে গোল করেন ফজলু রহমান। এই মরসুমে ফজলু যে মহামেডানের তুরূপের তাস সেটা গত ডুরান্ড কাপ থেকে দেখা যাচ্ছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।