মহিলা খুনের ছয় মাস পরে গ্রেফতার মূল অভিযুক্ত
এনএফবি, বালুরঘাটঃ
মহিলা খুনের প্রায় ছয় মাস বাদে হায়দরাবাদ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃত বিপুল মুখিয়া ওরফে বান্টিকে এদিন বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশ।
আদালতে দাঁড়িয়ে অভিযুক্তের ফাঁসির সাজার দাবি করেছেন মৃতার আত্মীয়।
পুলিশ সূত্রের খবর, ২০২২ সালের ৩১ আগস্ট বালুরঘাটের রথতলা এলাকায় মৌসুমী মণ্ডল নামে এক মহিলা খুনের ঘটনা সামনে আসে। সেই ঘটনায় অভিযুক্ত পলাতক ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করেছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।