জেলাফিচার

[:en]গন্ডারের হামলায় ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত[:]

[:en]

এনএফবি, আলিপুরদুয়ারঃ

গন্ডার হামলায় বিঘার পর বিঘা নষ্ট হচ্ছে ভুট্টা খেত অতিষ্ঠ কৃষকরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের জলদাপাড়া ও চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে আসেন রাত্রে একটি গন্ডার তাঁর পরে বিভিন্ন এলাকায় তান্ডব চালায়।

জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যান তোর্সা নদী সংলগ্ন এলাকায় প্রায় আনুমানিক ১০ থেকে ১৫ বিঘা ভুট্টা চাষ করছেন কৃষকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ওই গন্ডারটি এসে ভুট্টা খেত হামলা চালাচ্ছে। বিঘার পর বিঘা নষ্ট হচ্ছে ভুট্টা খেত। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ বলেন, বনকর্মীদের জানানো হয়েছে তাঁর পরেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

[:]