স্থানীয়

চোর সন্দেহে পড়শি যুবককে বেদম প্রহার,তদন্তে পুলিশ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

চোর সন্দেহে এক যুবককে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের কেউদিজাম্বনী এলাকায়। অভিযোগ উঠেছে পাশের বাড়ির যুবকদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে ওই আহত যুবকের নাম রিয়াজুল খান,কেউদিজাম্বনী এলাকার বাসিন্দা সে । আহত রিয়াজুলের অভিযোগ, শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত তাকে মারধর করা হয়েছে। রিয়াজুলের আরও অভিযোগ, যখন ভোরবেলায় তার পাশের বাড়ির রাস্তা দিয়ে সে পার হচ্ছিল সেই সময় পাশের বাড়িতে আসা সম্পর্কে জামাই হঠাৎই চিৎকার করে এবং তাকে আটকে মারধর করে বলে অভিযোগ। তবে প্রতিবেশী হয়েও তাকে কেন চোর সন্দেহে মারধর করা হলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে। তবে কি পারিবারিক বিবাদের ফলে এই ঘটনা! না এর মধ্যে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। তবে এই মারধরের ঘটনায় অভিযুক্তদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।