৪ জুলাই মার্টিনেজ, কী কী পরিকল্পনা ক্লাবের জেনে নিন

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ঠিক হল দিনক্ষণ। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

মাস তিনেক আগে প্রথম বার জানা যায়, জুনে কলকাতায় আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। তবে জুনের বদলে তিনি আসছেন জুলাইয়ে। কিছুদিন আগে মার্টিনেজের তরফে সবুজ সঙ্কেত পাওয়া যায়। মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। মোহনবাগান মাঠে বল পায়েও নামবেন। এছাড়া বাগান কর্তারা তাকে নিয়ে কিছু পরিকল্পনা নিয়েছেন। যা খুব তাড়াতাড়ি জানা যাবে। এর আগে মোহনবাগানের বিরুদ্ধে খেলে যান মারাদোনা,পেলে, ভলদেরামার মত বিশ্বকাপার আসেন গঙ্গাপাড়ের ক্লাবে।অ্যাস্টন ভিলার হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছেন এই ফুটবলার।২০২২ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের তকমা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২১ কোপা আমেরিকাতেও তিনি একই সম্মান অর্জন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *