সীমানা পেরিয়ে কলকাতায় রাজমিস্ত্রির কাজ, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘটলো বিপত্তি
এনএফবি, মুর্শিদাবাদঃ
গা ঢাকা দিয়ে কলকাতায় রাজমিস্ত্রির কাজ বাংলাদেশি যুবকের। আর ফেসবুকে প্রেম হয় মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক যুবতীর সঙ্গে। আর ওই প্রেমিকার বাড়ি আসতেই বেকায়দায় পড়ল বাংলাদেশী ওই যুবক। একেবারে পুলিশের হাতে পড়ল ধরা। বুধবার হরিহরপাড়ার নশিপুর এলাকায় প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকা-সহ প্রেমিক বাংলাদেশী যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশী যুবকের নাম সোহেল রানা। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।
জানা গেছে, বাংলাদেশের সীমানা টপকে ভারতে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করছিল ওই যুবক। তারপরেই প্রেমের সম্পর্কে জড়ায়।
বুধবার খবর পেয়েই পুলিশ দু’জনকে গ্রেফতার করে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং আশ্রয় দেবার জন্য দু’জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার তাদের দু’জনকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। তবে বর্ডারে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ভারতে প্রবেশ করল তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।