আজাজকে সম্মান এমসিএ’র

Ijaz

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জিম লেকার ও অনিল কুম্বলের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ড দলের আজাজ প্যাটেল। এবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আজাজকে দিচ্ছে অনন্য সম্মান। আইকনিক এই স্টেডিয়ামে চালু হতে চলা এমসিএ মিউজিয়ামে ঠাঁই পাবে আজাজের সেই বল। ‘প্রাইড অফ দ্য প্লেস’ তালিকায় থাকবে সেই বল। এমসিএ-থেকে বলা হচ্ছে তারা গর্বিত আজাজকে এই সম্মান দিতে পেরে।