ভাগ চক্রান্তের বিরুদ্ধে জলপাইগুড়িতে সভা, থাকবেন শশী মহুয়া সায়নী

এনএফবি, জলপাইগুড়িঃ

বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে ২৬ নভেম্বর যুব জলপাইগুড়িতে তৃণমূলের জনসভা‌।

জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় পঞ্চাশ হাজার তৃণমূল কর্মী অংশ নেবেন এই সভায়। সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সাংসদ মহুয়া মৈত্র, রাজ‍্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ-সহ বিভিন্ন নেতা নেত্রীরা।

জনসভা নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি‌ জেলা তৃণমূল দফতরে একটি বৈঠক করেন জেলা যুব তৃণমূল নেতা নেত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে বাংলাকে ভাগ করা‌র চেষ্টা করা হচ্ছে। কিন্তু বঙ্গভঙ্গ আমরা কিছুতেই হতে দেবো না। এছাড়া একশো দিনের কাজের বকেয়া টাকা ও বাংলার বাড়ির অর্থ নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলা হবে সভায়।