জেলা

আম্বেদকরের জন্মদিবসে শক্তিশালীতর গণতন্ত্র প্রতিষ্ঠার আলোচনা সভা

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার ডঃ ভীমরাও রামজী ‘বাবাসাহেব’ আম্বেদকরের ১৩১তম জন্মদিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনের পরামর্শক্রমে সুস্থ ও শক্তিশালীতর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নতুন নির্বাচকদের আবেদনের নিষ্পত্তি জ্ঞাপন করা হয়। একই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসের নির্দেশে তপশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর মানুষদের জাতিগত সংশাপত্র প্রদান ও নতুন আবেদন গ্রহণ করা হয়। একই সাথে দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ , বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জগজিৎ সরকার। সমগ্র অনুষ্ঠানটির তাৎপর্য ব্যাখ্যা করেন চন্দ্রকোণা-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।