আন্দোলনের রূপরেখা তৈরি করতে সভা

এনএফবি, মুর্শিদাবাদঃ

হাইকোর্টের রায়ে বাতিল হওয়া শিক্ষকরা আন্দোলনের চিন্তা মাথায় নিয়ে বহরমপুরের রাস্তায়। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের চাকরি বাতিল হওয়া কয়েক হাজার প্রাথমিক শিক্ষক বহরমপুর ব্যারাক স্কোয়ারে ময়দানে জমা হন। এদিন তারা সংবাদ মাধ্যমের সামনে বলেন, সারা রাজ্যে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সংবাদ তারা শুনতে পাচ্ছেন। তবে তাঁদের কাছে চাকরি বাতিলের কোন অর্ডার কপি নেয়। তবে কি কারনে এত শিক্ষককের চাকরি বাতিল তা নির্দিষ্ট করার আবেদন তাঁদের। তাই আজ তারা সমস্ত শিক্ষক শিক্ষিকা এক যোগে মিলিত হয়ে আলোচনার মাধ্যমে ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ তাঁদের কি হবে।