ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপা উঠল লিওনেল মেসির মাথায়। ২০১৯ সালের পরে আবার মেসিই সেরা। ২০২২ সালে তাঁর হাতেই উঠেছে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ। যোগ্য দাবিদার হিসেবেই এবার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি পালক। একদিকে ছিলেন ব্যালন ডি’অর জয়ী ফ্রেঞ্চ তারকা ফুটবলার করিম বেঞ্জেমা আর অপরদিকে কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কিলিয়ান এমবাপে। তবে দু’জনকেই পিছনে ফেললেন ফুটবলের যুবরাজ। পুরুষ খেলোয়াড়দের বিভাগে ফিফার সেরা প্লেয়ারের পুরস্কার জিতে নিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনীয় অধিনায়ক। মেসির সঙ্গেই ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেলা।

তবে একা মেসি নয়, ফিফার এই বর্ষসেরার একাধিক তালিকায় খেতাব অর্জন করে নিয়েছেন আর্জেন্তিনার খেলোয়াড়রা। বর্ষসেরা কোচ হলেন আর্জেন্তিনার লিওনেল স্কালোনি। বর্ষেরা গোলকিপারের তকমা ছিনিয়ে নিয়েছেন কাতারের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। সবমিলিয়ে বিশ্বজয়ী আর্জেন্টিনার দাপট বজায় ফিফার পুরস্কারে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।