মেসি কখনও মারাদোনা হতে পারবে নাঃ অসি অর্ডিলেস
স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
রবিবার বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার শেষ ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবং আর্জেন্টিনা। চলতি বছর বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে আসার জন্য লিওনেল মেসির দিয়েগো মারাদোনার যোগ্য উত্তরসূরী হিসেবে মনে করছেন আর্জেন্টাইন সমর্থকরা। কিন্তু অসি অর্ডিলেস তা মনে করেন না।
১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা বলেন, “দিয়েগোর জায়গাটা ছাপিয়ে যেতে পারবে না ও।” সেই সঙ্গে যোগ করেন, “মেসি একটা দারুণ খেলোয়াড়। এক কথায় ও অসাধারণ।”
অর্ডিলেস বলেন, “আমার কোনও সন্দেহ নেই, বর্তমান প্রজন্মের সেরা খেলোয়াড় মেসি। ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যেও মেসি আছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, মেসি যাই করুক। ও মারাদোনার লেভেল টপকে যেতে পারবে না। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, মারাদোনাই শ্রেষ্ঠ।”

অর্ডিলেস বলেন, “আমরা যখন ফুটবল খেলতাম, তখনকার সময় মারাদোনা সবচেয়ে সেরা খেলোয়াড় ছিল। ওর পায়ে যে রকম স্কিল ছিল, তাতে সামনের গেলেও সমস্যায় পড়তে হত। সেই কারণেই মারাদোনা আমার চোখে শ্রেষ্ঠ। ও মেসির থেকে অনেক, অনেক গুন ভাল খেলোয়াড়।”
আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে একমাত্র চিন্তার বিষয়, কিলিয়ন এমবাপে। অর্ডিলেস বলেন, “এই ম্যাচটিতে একমাত্র চিন্তা হল এমবাপে’কে নিয়ে। ওকে যে ভাবেই চিহ্নিত করে রাখা হোক না কেন, ফাঁকা জায়গা ও খুঁজেই নেয় ঠিক। তবে এটা ফাইনাল, ও আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।”
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।