কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ মিড-ডে মিল কর্মীদের

এনএফবি, কলকাতাঃ

কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিল প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ কমানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশ থেকে মিড-ডে মিল কর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এই মিছিল রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করল। পুলিশ আটকে দেয়। মিড-ডে মিল কর্মীদের স্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতীকী প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভকারী প্রতিবাদ জানান।

উল্লেখ্য, মিড-ডে মিল কর্মীদের মূল দাবী হলো কাজের উপযুক্ত পারিশ্রমিক তাদের দেওয়া হচ্ছে না। তার ওপর কাজের তালিকা বাড়ানো হচ্ছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।