জেলাফিচারলেটেস্ট

[:en]চাকরি বাতিলের তালিকায় মন্ত্রীর ভাই[:]

[:en]

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

মন্ত্রীর প্রভাবে ভাইয়ের চাকরি! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ওএমআর শিট জালিয়াতির অভিযোগে চাকরি যেতে চলেছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। ঝাড়গ্রামের একটি স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন খোকন। ওএমআর সিটের সঙ্গে নম্বরের গরমিল রয়েছে বলে, খবর সূত্রের। ৭৮৫ জনের তালিকায় ২৮৪ নম্বরে নাম রয়েছে খোকন মাহাতোর। তবে সেই খোকন মাহাতো এখন বেপাত্তা।

মন্ত্রীর ভাইয়ের খোঁজ পেতে আমরা পৌঁছে ছিলাম তার গ্রামের বাড়ি শালবনির কয়মাতে। সকাল থেকে তার গ্রামের বাড়িতে তালা। প্রতিবেশীদের দাবি, সপ্তাহান্তে গ্রামের বাড়িতে আসেন খোকন। শুক্রবার রাতে গ্রামে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এলেও শনিবার সকাল থেকে তার অবশ্য দেখা মেলেনি এলাকায়। অন্যদিকে প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোরও। মন্ত্রীর ভাই এখন কোথায়?কিভাবে মিললো তার চাকরি? এই প্রশ্নটা উঁকি দিচ্ছে গ্রামবাসীদের মনেও। যদিও এই নিয়ে খোকন মাহাতোর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন প্রথমে তিনি আরটিআই করে তার নম্বর জানবেন পরে অন্য পদক্ষেপ নেবেন। ইতিমধ্যেই এই ঘটনার পর বিরোধীরা নানান ভাবে কটাক্ষ করতে শুরু করেছেন।

স্কুল সার্ভিস কমিশনের আপলোড করা ওএমআর
[:]