বিদ্যালয়ের মধ্যেই নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৩
এনএফবি, মালদাঃ
বিদ্যালয়ের মধ্যে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ১৮ মার্চ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল এলাকায়।
জানা গেছে, ওই নির্যাতিতা গাজলের একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাকে স্কুলের দোতলার রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এই বিষয়ে সোমবার গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ৩৭৬ডিএ আইপিসিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।