সরকারি হোম থেকে পলাতক নাবালক
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
সরকারি হোম থেকে পলাতক নাবালক। ঘটনাটি ঘটেছে ‘শুভায়ন’ হোমে। পলাতক নাবালকের নাম সাগর হোসেন। অনুমান করা হচ্ছে বুধবার রাতেই হোম থেকে পালায় সাগর। বৃহস্পতিবার সকালে খাবারের সময় অনুপস্থিত থাকায় সন্দেহ দানা বাঁধে। হোম কর্তৃপক্ষই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান মন্দিরা রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পলাতক নাবালক চুরির দায়ে গঙ্গারামপুর থানায় ধরা পড়ে। পরে থানা থেকে তাকে এই হোমে পাঠানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী পলাতক কে খুঁজে পাওয়া যায়নি।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।