স্থানীয়

অবৈধভাবে সরকারি গাছ কাটছে দুষ্কৃতীরা, নিরব প্রশাসন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

অবৈধ ভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, অভিযোগ জানাচ্ছে গ্রামবাসীরা। এই ঘটনায় পঞ্চায়েত সহ স্থানীয় প্রশাসন নিরব।

জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৯ নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্কর হাট এলাকায় রাজ্য সড়ক সংলগ্ন ও লস্কর হাটের সামনে বিরাট ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু লোক। তাদের কাছে গ্রামবাসীরা প্রশাসন বা বন বিভাগ থেকে গাছ কাটার অনুমতি পত্র দেখাতে বললে তারা সেটা দেখাতে পারেনি। এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় গ্রামবাসীরা। এদিন স্থানীয় বাসিন্দা ও সি পি আই (এম) তপন এরিয়া কমিটির সম্পাদক দিলিপ বিশ্বাস অভিযোগ করেন যে, বেশ কিছুদিন হল তারা লক্ষ্য করছে রাস্তার ধারে বড়ো বড়ো দামি গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।

নিজস্ব চিত্র

তিনি আরও অভিযোগ করেন পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে গাছ কাটা হলেও প্রশাসন নিরব রয়েছে। তিনি বলেন গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে যারা তাদের বিরুদ্ধে অবিলম্বে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হোক।

নিজস্ব চিত্র
YouTube player

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।