নিখোঁজ মহিলা, অপহরণের অভিযোগ পরিবারের
এনএফবি, মালদাঃ
প্রতিবেশীর সাথে বচসার পরই পঞ্চাশ ঊর্ধ্ব মহিলার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। অপহরণের অনুমান করছেন নিখোঁজ মহিলার পরিবারবর্গ। অভিযোগ জমা পড়তেই তদন্তে নামল মানিকচক থানার পুলিশ। এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক থানার মথুরাপুরের ধরমুটোলা এলাকায়। নিখোঁজ ওই মহিলার নাম সাবিত্রী মন্ডল। স্বামী গত হয়েছেন তিন বছর আগে। পরিবারে এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তানদের নিয়ে বসবাস।
পরিবারের অভিযোগ, গত সোমবার প্রতিবেশী কার্তিক মন্ডল হঠাৎই বাড়ির সীমানা নিয়ে গন্ডগোল শুরু করে। মহিলার প্রাচীরও ভেঙে দেয় প্রতিবেশী কার্তিক মণ্ডল ও তার পরিবারের সদস্যরা এমনটাই অভিযোগ। এই নিয়ে দুই পরিবারে চরম বচসা হয়। এই বচসার সময়ে নানান ভাবে হুমকি দিয়ে দেয় কার্তিক মণ্ডল বলে অভিযোগ। এদিকে সোমবার রাতে পরিবারের তিনজনই খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে যান। গভীর রাতে শৌচ করার নাম করে মহিলা বের হয়। তারপর থেকে আর মহিলা বাড়ি ফেরেনি। সকাল থেকেই মহিলার খোঁজ না পেয়ে হৈ চৈ পড়ে যায় গোটা এলাকা জুড়ে। পরিবার-সহ আত্মীয় পরিজন বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মেলেনি।
নিখোঁজ মহিলার ছেলে জানান, সমস্ত কিছুই বাড়িতে রয়েছে কোন কিছুই মা সাথে করে নিয়ে যায়নি। শৌচকর্মের কথা বলে বেড়ানোর পর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজির পড়ো কোন হদিস মিলছে না। পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তার দাবি, মন নিখোঁজ হওয়ার পেছনে প্রতিবেশী কার্তিক মণ্ডল ও তার পরিবারের সদস্যরা জড়িত রয়েছে। নানান রকম হুমকি দেওয়ার মতোই অনুমান অপহরণ করা হয়েছে মাকে। তার মা যাতে সুস্থ বাড়ি ফিরে আসুক। পুলিশ প্রশাসন উদ্ধার করুক সেই দাবি পরিবারের। এদিকে অভিযোগ পেয়ে তদন্ত নেমে এলাকায় যায় মানিকচক থানার পুলিশ। নিখোঁজ মহিলার পরিবারের অভিযোগ মত প্রতিবেশী কার্তিক মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত কার্তিক মণ্ডলের দাবি, তার ছেলে ছেলে মানসিক ভারসাম্যহীন রয়েছে। মহিলা নিখোঁজোর পেছনে তাদের কোন হাত নেই। মহিলা কোথায় গেল কি হল তাদের কোন ধারণা নেই। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে উৎকণ্ঠায় দিন কাটছে নিখোঁজ মহিলার পরিবারের সদস্যদের।