পরিদর্শনে গিয়ে সহকারী প্রধান শিক্ষককে ধমক বিধায়কের

এনএফবি, মুর্শিদাবাদঃ

ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে গরহাজির শিক্ষকরা। বিদ্যালয় পরিদর্শনে এসে সহকারী প্রধান শিক্ষককে ধমক বিধায়কের।

কান্দি পুরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ২১ জন। তারমধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন মাত্র চার জন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয় পরিদর্শন করতে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার মঙ্গলবার পৌঁছালে তিনি দেখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নেই মাত্র চার জন শিক্ষক উপস্থিত আছেন। অপূর্ব সরকারের নজরে এই বিষয়টি আসতেই ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপীগোপাল সাহাকে কার্যত ধমক দিলেন তিনি।

একইসঙ্গে জানতে চাইলেন কেন শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত নেই। দুয়ারে সরকারের শিবিরে চলার জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে, তবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে মঙ্গলবার। তবে ওই বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত ছিলেন না মঙ্গলবার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপীগোপাল সাহা জানান বিদ্যালয় ছুটি থাকার কারণে অনেক শিক্ষক এসেছিল এবং তারা সই করে চলে গিয়েছে আমি তাদের বারণ করেছিলাম তাও তারা চলে গিয়েছে। বিধায়ক আমাদেরকে জানতে চেয়েছে কেন শিক্ষকরা নেই আমি ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।