স্থানীয়

পুলিশের জালে মোবাইল চোর, উদ্ধার ৩২ টি মোবাইল

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বেশ কয়েকদিন আগে চুরি করা ৫টি মোবাইল বিক্রি করতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানা পুলিশের জালে ধরা পড়লো শেখ ফিরোজ নামে বাইশ বছরের এক যুবক ৷

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে শেখ ফিরোজ নামে এক যুবক মাওয়া বাজার এলাকায় ৫টি মোবাইল নিয়ে স্থানীয় কাউকে বিক্রি করতে যাচ্ছিল। সেই সময় পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই মোবাইলগুলি সেই চুরি করেছে ৷ সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেয়। এরপর জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে পুলিশ তার বাড়ি থেকে আরও ২৭ টি নামিদামি ব্রান্ডের মোবাইল উদ্ধার করেছে ৷ জানা গেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত তেঁতুলমুড়ি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজ ৬০ নম্বর জাতীয় সড়ক এলাকায় মোবাইল ছিনতাই ও চুরির ঘটনায় জড়িত ৷ এর আগেও দু মাস আগে একটি ডাকাতি ঘটনার সাথেও জড়িত সন্দেহ তাকে গ্রেফতার করেছিল খড়্গপুর লোকাল থানার পুলিশ। তবে একজনের পক্ষে ৩২ টি মোবাইল ছিনতাই করা বা চুরি করা কখনোই সম্ভব নয়। পুলিশের প্রাথমিক অনুমান এর সাথে আরও বেশ কয়েকজন যুবক জড়িয়ে আছে। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে খড়্গপুর লোকাল থানার পুলিশ ৷

অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা খড়্গপুর শহর জুড়ে।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।