এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
২০২১-এ বাংলায় সরকার গড়ার স্বপ্ন সফল হয়নি। বিধানসভা ভোটে দু’শো পার করার কথা বলেও ৭৭-এ থেমে গিয়েছিল বিজেপি প্রাপ্ত আসন। তাতে ভেঙে না পড়ে ২০২৬-এ বাংলায় সরকার গড়ার ডাক দিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।
রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের জনসভায় নাড্ডা পশ্চিমবঙ্গে সরকার গড়ার ডাক দিয়ে বলেন, “এক ধাক্কা অউর দো।”
তাত্পর্যপূর্ণ হল, তৃণমূলকে হটানোর ডাক দিতে গিয়ে বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসনের চার্জশিট পেশ করার পাশাপাশি নাড্ডা এ রাজ্যের জন্য ‘মোদী প্যাকেজ’ তুলে ধরেন শ্রোতাদের সামনে। বলেন, সবকা সাথ, সবকা বিকাশ স্লোগান থেকে নরেন্দ্র মোদীর সরকার বিচ্যুত হয় না। বাংলার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরদ, ভালবাসার অনেক দৃষ্টান্ত আছে।
নাড্ডা একে একে বলেন, এবারের বাজেটে কলকাতা মেট্রোর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদীজির সরকার। চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল ও সত্যজিত্ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য বরাদ্দ হয়েছে যথাক্রমে ১৫ কোটি ও ৬৩ কোটি টাকা। আইএসআই পেয়েছে ২৩ কোটি টাকা।
নাড্ডা বলেন, মোদীজির বাংলার প্রতি দরদ, ভালবাসার আরও এক দৃষ্টান্ত এ রাজ্যের মানুষ গত ৩০ ডিসেম্বর প্রত্যক্ষ করেছে। মায়ের শেষকৃত্য অনুষ্ঠান সেরে প্রধানমন্ত্রী বাংলার রেলপ্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
বিজেপি সভাপতি এরপর পশ্চিমঙ্গের জন্য কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের কর্মসূচি ও বরাদ্দের অঙ্ক তুলে ধরেন। বলেন, শিলিগুড়ি, রায়গঞ্জ ও পশ্চিম মেদিনীপুরকে জাতীয় সড়কে যুক্ত করতে নিতিন গডকড়ির মন্ত্রক সাত হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেছে। জলজীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদির কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য বরাদ্দের উল্লেখ করে নাড্ডা নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নাড্ডা বলেন, ‘দিদির প্রশাসন কোনও কাজ করে না। তারা শুধু নাম চুরি করে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে।’
আবাস যোজনায় দুর্নীতি নিয়েও সরব হন নাড্ডা। বলেন, ‘তৃণমূলের সেই নেতারাও গরিবের বাড়ি দখল করেছে যারা দুটো পাকা বাড়ির মালিক।’ স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচাগার নির্মাণের কথাও উল্লেখ করেন বিজেপি সভাপতি।
বাংলার পাশাপাশি গোটা দেশের জন্য মোদী সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণ প্রকল্পের উল্লেখ করে নাড্ডা বলেন, ‘গাও, গরিব, বঞ্চিত, পীড়িত, আদিবাসী, যুবা, কিষাণের জন্য মোদী সরকার কাজ করছে।’ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উল্লেখ করে বিজেপি সভাপতি অভিযোগ করেন, ‘বাংলায় তৃণমূল গরিবের রেশন চুরি করেছে।’