অমীমাংসিত ডার্বিতে শেষ পর্যন্ত জয়ী মোহনবাগান

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

মহমেডান মাঠে কলকাতা হকি লিগের ডার্বি ঘিরে রণক্ষেত্রের রূপ নিয়েছিল ময়দান। দীর্ঘ ২২ বছর পর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয়েছিল হকির ডার্বিতে। কিন্তু সেই ম্যাচ দর্শক তাণ্ডবে শেষ করা যায়নি। দু’টো কোয়ার্টার শেষে স্তব্ধ হয়ে যায় ম্যাচ। সেই সময় ১-০ গোলে এগিয়েছিল মোহনবাগান।

সেটিরই ফিরতি ম্যাচ খেলা হল বৃহস্পতিবার, উল্লেখ্য যেখানে সেদিনের ম্যাচ শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় এ দিনের ম্যাচ। অর্থাৎ, দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় খেলা। এই অর্ধে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ১টি করে গোল করে। কিন্তু প্রথমার্ধের খেলায় যেটি হয়েছিল দর্শক ভর্তি গ্যালারিতে সেদিন এক গোল করেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত ম্যাচটি মোহনবাগান জেতে ২-১ গোলে। মোহনবাগানের হয়ে দুইটি গোল করেন নিতিশ নুপানি এবং রাজিন কান্ডুনলা। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন মাইকেল টোপনো।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।