ক্রীড়া জয়ী মোহনবাগান May 4, 2023May 4, 2023 NFB এনএফবি, স্পোর্টস ডেস্কঃ টাইব্রেকারে হায়দরাবাদ এফসিকে ৩-১ হারিয়ে এএফসি কাপের প্রাথমিক পর্বে যোগ্যতা অর্জন করল মোহনবাগান। অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ ড্র ছিল। মোহনবাগানের হয়ে দিমিত্রি পেত্রাতোস গোল করেন, তবে হায়দ্রাবাদের হয়ে গোল শোধ করেন জোয়েল চিয়ানিস।